GTV Live

Monday, October 31, 2016

Payza,Paypal,Webmoney, Perfect Money, Bitcoin, Neteller, Skrill এর ডলার Instant Cashout/Exchange করুন bKash অথবা BRAC/DBBL Bank এ ভেরিফাই করা সাইট থেকে ।



আজ আমি আপনাদেরকে একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেব। যেটি বাংলাদেশীয় একটি সাইট এবং ভেরিফাই করা সাইট ।

যার মাধ্যমে আপনি আপনার Payza, Perfect Money, Bitcoin, Netell, Skrill এর ডলার Instant Cashout করে bKash অথবা BRAC Bank এ নিতে পারবেন খুব কম খরচে। সম্পূর্ণ প্রসেসিং Complete হতে সর্বচ্ছে ৫-১৫ মিনিট সময় লাগবে।
এছাড়া আপনি bKash, BRAC Bank, DBBL Banking এ টাকা প্রেমেন্ট করে এই



সাইটের মাধ্যমে Payza, Perfect Money, Bitcoin, Netell এ ডলার Instant Load দিতে পারবেন।
এখন একাউন্ট করার জন্য নিচের লিংকে প্রবেশ করুন।

Click Here Register


অথবা

Click Here Register

 
















একাউন্ট হলে ইমেইল আইডি থেকে একাউন্ট ভেরিফাই করে নিন।

একাউন্ট হয়ে গেলে আপনার জাতীয় পরিচয় পত্রটি সাবমিট করে একাউন্টটি Approved করে নেওয়ার পর আপনি কার্যক্রম শুরু করতে পারবেন। এই সাইটে সর্বনিন্ম ৫ ডলার লেনদেন করা যায়। এছাড়া আপনি 24  hours Live Support পাবেন যে কোন সমস্যার জন্য।

 











Buy Sell History.

 










আজ এ পর্যন্তই কোন সমস্যা হলে টিউমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।

Thursday, September 8, 2016

Google Recaptcha Solve করে আয় করুন প্রতিদিন ১ থেকে ৫ ডলার।সম্পূর্ণ ফ্রীতে নতুন ডেটা এন্ট্রি জব।

আজ আপনাদের সামনে হাজির হয়েছি অনলাইন থেকে আয়ের একটা নতুন পদ্ধতি নিয়ে। আপনারা আমার সম্পূর্ণ  টিউনটি মনযোগ দিয়ে পড়বেন সেই প্রত্যাশা করি।
বন্ধুরা, অনলাইন থেকে আয় করতে কে না চায়? কিন্তু সবার ভাগ্য একরকম হয়না। সবার দ্বারা সকল কাজ করাও সম্ভব হয়না। তো আমার টিউনটি আপনার পছন্দ হলে আমার স্টেপ অনুযায়ী কাজ করতে সামর্থ্য হলে এবং আপনার মনভূত হলে তবেই করবেন। আর আপনি যদি সফলভাবে করতে পারেনে এবং ভালো আয় করতে পারেন তবে আমি নিজেকে ধন্য মনে করবো।
কথা না বাড়িয়ে চলুন শুরু করি টিউটরিয়ালটি;
আমার আজকের টিউনের বিষয়: Google Recaptcha Solve করে আয় করুন প্রতিদিন ১ থেকে ৫ ডলার

Captcha Entry কত প্রকার ও কি কি?

Captcha Entry বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রকার হয়ে থাকে তারমধ্যে প্রধাণত ৩ ্প্রকার যথা:
১) Numeric = এই ধরণের Captcha তে শুধুমাত্র সংখ্যা থাকে হাত দিয়ে টাইপ করতে হয়।
2. Alphabetic = এই ধরণের Captcha তে শুধুমাত্র অক্ষর থাকে হাত দিয়ে টাইপ করতে হয়।
3. AlphaNumeric = এই ধরণের Captcha তে সংখ্যা এবং অক্ষর থাকে হাত দিয়ে টাইপ করতে হয়।

Google এর প্রকাশিত Captcha Entry ২ প্রকার যথা:

১) Solvemedia = এই ধরণের Captcha তে সংখ্যা এবং অক্ষর থাকে হাত দিয়ে টাইপ করতে হয়।
2) Recaptcha = এই ধরণের Captcha তে শুধুমাত্র ছবি থাকে হাত দিয়ে টাইপ করতে হয় না। 3 টি ছবিতে ক্লিক করলেই সলভ হয়ে যায়।

Google Recaptcha কি?

প্রথমেই প্রশ্ন আসতে পারে Google Recaptcha কি। হয়তো সবাই জানেন তারপরও বলছি। Google Recaptcha হচ্ছে Google এর একটি ফ্রী সিকিউরিটি সার্ভিস যেটা কোন ওয়েবসাইটকে স্পেম অথবা অপব্যবহার থেকে রক্ষা করে। এটা খুব সহজেই চিনতে পারে ভিজিটরটি মানুষ নাকি বুট। কোন বুটের পক্ষে এই সিকিউরিটি অতিক্রম করা সহজ নয়। তাই ওয়েবসাইটটি থাকে নিরাপদ।

Google Recaptcha দেখতে কেমন?

এমন একজনও নেই যিনি Google Recaptcha দেখেন নি। আর অন্যকোথাও না হলেও আমাদের প্রাণ প্রিয় টেকটিউনসে প্রবেশ বা লগইন করার সময় অবশ্যই দেখেছেন। “আমি রোবট নই” এটাই হচ্ছে Google Recaptcha

Google Recaptcha থেকে কিভাবে আয় করা যায়?

“আমি রোবট নই” এর সামনের বক্সে মাউস দিয়ে ক্লিক করলে অনেক সময় টিক চিহ্ন চলে আসে আবার অনেক সময় অনেকগুলো ছবি আসে। সেই ছবিগুলোতে সঠিকভাকে ক্লিক করে ভেরিফাই করলেই তারপর টিক চিহ্ন আসে এবং আমরা লগইন করতে পারি। এই রকম ছবি ক্লিক করে ভেরিফাই করেই আমরা প্রতিদিন 1 থেকে ৫ ডলার আয় করতে পারি।


আমরা কাজ করবো কোথায় এবং কে আমাদের পেমেন্ট দিবে?

এবার আসুন আসল কথায় যে আমরা কাজ করবো কোথায় আর আমাদের পেমেন্ট দিবে কে। এই কাজটা দেখে কি মনেহয়? এটাও এক ধরনের Captcha Entry কাজ। এবং যারা Captcha Entry কাজ দেয় তারাই ReCaptcha Entry কাজ দেয়। কিন্তু আমি শুধুমাত্র একটি কোম্পানিকে  ReCaptcha Entry কাজ দিতে দেখেছি। রাশিয়ান কোম্পানি  Mega index Incorporation. তাদের ডেটা এন্ট্রি এবং ক্যাপচা এন্ট্রি কাজের অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। আর আমি গত ১ বছর ধরে ওদের একটি ওয়েবসাইটে কাজ করতেছি সেটার নাম হলো 2captcha
সম্প্রতি 2captcha আমাদেরকে একটি সফটওয়্যার দিয়েছে ফ্রীতে এবং সেই সফটওয়্যারে Google Recaptcha Entry কাজ দিয়েছে। যা দিয়ে আগের থেকে 4গুন বেশি ইনকাম করা যাচ্ছে। আর সেই জন্যই আমার এই টিউনটি লিখা। যেহেতু আমি বেশি আয় করতে পারছি তাই সবাইকে সেই সুযোগটা দিতে চাই।

প্রতিটি Captcha Solve কত করে মানে  Captcha Rate কত?

শুধুমাত্র Google Recaptcha এর প্রতিটি Captcha Solve করলে আপনি পাবেন 0.001$
0.001$ এর থেকে কমও না বেশিও না। এই রুপে 1 হাজার Solve করলে আপনার আয় হবে 1$ বাংলাদেশী টাকায় ৮০ টাকা।
আপনি যদি ভালো সময় দিতে পারেন। এবং দ্রুত Solve করতে পারেন তবে দিনে ১ থেকে ৫ ডলার খুব সহজেই আয় করতে পারবেন।

মিনিমাম কত হলে পেমেন্ট পাওয়া যায়?

মিনিমাম ১ ডলার হলেই আপনি পেমেন্ট নিতে পারবেন। পেমেন্ট পেতে কারো কাছে যেতে হবেনা। সরাসরি ওই সাইটে গিয়ে Withdraw দিবেন 1 থেকে 5 মিনিজের মধ্যে আপনার পেমেন্ট পেয়ে যাবেন। এরা Payza, Perfect Money, Bitcoin এ পেমেন্ট করে।
আমার একটি পেমেন্ট প্রুফ দেখুন আমি এই পর্যন্ত অনেকবার পেমেন্ট পেয়েছি।


কাজ করতে কি কি লাগবে?

১) একটি ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার: Android মোবাইল দিয়েও করা যায় কিন্তু অনেক সময় ব্যয় হয়। কম্পিউটার না থাকালে চেষ্টা করতে পারেন
২) ভালো নেট স্পিড: নেট স্পিড বেশি থাকলে Captcha দ্রুত আসে
৩) 2captcha একাউন্ট এখান থেকে রেজিস্টার করুন।
৪)  Letest Microsoft .net framework  এখান থেকে ডাউনলোড দিন
(এটা ইনস্টল না দিলে সফটওয়্যারটা  ইনস্টল হবেনা।)
৫) 2captcha Only Recaptcha Typing Software
Windows 7, 8, 10 এর জন্য এখান থেকে ডাউনলোড করুন।
Windows XP, Vista এর জন্য এখান থেকে ডাউনলোড করুন।
Android Software শিগ্রই আসবে আপাতত মোবাইল Cabinet থেকে কাজ করতে পারবেন
রেজিষ্টারের পরে মোবাইল কেবিনেট এখান থেকে কাজ করতে পারবেন।
৬) যেকোন একটি Payment Method একাউন্ট: (Payza, Perfect Money,  Bitcoin) এখান থেকে যে কোন একটি দিয়ে টাকা তুলতে পারবেন Payza সবথেকে ভালো Payza একাউন্ট না থাকলে এখান থেকে খুলে নিন।
৭) অত:পর ধৈর্য থাকতে হবে প্রথম প্রথম Captcha Solve করতে অসুবিধা হলেও প্রেকটিস করলে সব ঠিক হয়ে যাবে। ভালো আয় করতে হলে্ ধৈর্য
থাকতে হবে। আর এটা কোন পিটিসি বা ইনভেস্ট সাইট নয় যে হারিয়ে যাবে। লাইফ টাইম ইনকাম করতে পারবেন এটা থেকে।

কিভাবে কাজ করবেন এবং কিভাবে সঠিক Recaptcha Solve করবেন?

আসলে কাজ খুবই সহজ। আপনি প্রথমে উপরের সকল কাজ করবেন। মানে ১ থেকে ৫ পর্যন্ত সবকিছু রেডি থাকলে এবার আপনি কাজের জন্য প্রস্তুত।
১) সফটওয়্যারটি ওপেন করুন।
২) ক্যাপচার মধ্যে যেই স্থানে বা যাহাতে ক্লিক করতে বলে সেখানে ক্লিক করুন।
৩) Verify করুন। ব্যস কাজ শেষ
কিন্তু তারপরও বিভিন্ন ধরনের ক্যাপচা আসতে পারে যেই গুলো করতে হিমশিমে খেতে পারেন তাই আমি ছোট একটি ভিডিও টিউটরিয়াল বানিয়েছি।
ভিডিওটিতে থাকছে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু ভিডিওটি দেখতে আর চিন্তু করতে হবেনা। খুব সহজেই সকল কাজ করতে পারবেন।
ভিডিওটি দেখুন এখানে
https://www.youtube.com/watch?v=Ai8B7qYGGWY
ভিডিওটি দেখলে সবকিছু পরিক্ষারভাবে বুঝতে পারবেন।