GTV Live

Monday, June 15, 2020

Gtv


Gtv

<iframe src=”https://ahstream.blogspot.com/2019/07/cwc19.html” width=”100%” height=”570″ scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true”></iframe>

Monday, October 31, 2016

Payza,Paypal,Webmoney, Perfect Money, Bitcoin, Neteller, Skrill এর ডলার Instant Cashout/Exchange করুন bKash অথবা BRAC/DBBL Bank এ ভেরিফাই করা সাইট থেকে ।



আজ আমি আপনাদেরকে একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেব। যেটি বাংলাদেশীয় একটি সাইট এবং ভেরিফাই করা সাইট ।

যার মাধ্যমে আপনি আপনার Payza, Perfect Money, Bitcoin, Netell, Skrill এর ডলার Instant Cashout করে bKash অথবা BRAC Bank এ নিতে পারবেন খুব কম খরচে। সম্পূর্ণ প্রসেসিং Complete হতে সর্বচ্ছে ৫-১৫ মিনিট সময় লাগবে।
এছাড়া আপনি bKash, BRAC Bank, DBBL Banking এ টাকা প্রেমেন্ট করে এই



সাইটের মাধ্যমে Payza, Perfect Money, Bitcoin, Netell এ ডলার Instant Load দিতে পারবেন।
এখন একাউন্ট করার জন্য নিচের লিংকে প্রবেশ করুন।

Click Here Register


অথবা

Click Here Register

 
















একাউন্ট হলে ইমেইল আইডি থেকে একাউন্ট ভেরিফাই করে নিন।

একাউন্ট হয়ে গেলে আপনার জাতীয় পরিচয় পত্রটি সাবমিট করে একাউন্টটি Approved করে নেওয়ার পর আপনি কার্যক্রম শুরু করতে পারবেন। এই সাইটে সর্বনিন্ম ৫ ডলার লেনদেন করা যায়। এছাড়া আপনি 24  hours Live Support পাবেন যে কোন সমস্যার জন্য।

 











Buy Sell History.

 










আজ এ পর্যন্তই কোন সমস্যা হলে টিউমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।

Thursday, September 8, 2016

Google Recaptcha Solve করে আয় করুন প্রতিদিন ১ থেকে ৫ ডলার।সম্পূর্ণ ফ্রীতে নতুন ডেটা এন্ট্রি জব।

আজ আপনাদের সামনে হাজির হয়েছি অনলাইন থেকে আয়ের একটা নতুন পদ্ধতি নিয়ে। আপনারা আমার সম্পূর্ণ  টিউনটি মনযোগ দিয়ে পড়বেন সেই প্রত্যাশা করি।
বন্ধুরা, অনলাইন থেকে আয় করতে কে না চায়? কিন্তু সবার ভাগ্য একরকম হয়না। সবার দ্বারা সকল কাজ করাও সম্ভব হয়না। তো আমার টিউনটি আপনার পছন্দ হলে আমার স্টেপ অনুযায়ী কাজ করতে সামর্থ্য হলে এবং আপনার মনভূত হলে তবেই করবেন। আর আপনি যদি সফলভাবে করতে পারেনে এবং ভালো আয় করতে পারেন তবে আমি নিজেকে ধন্য মনে করবো।
কথা না বাড়িয়ে চলুন শুরু করি টিউটরিয়ালটি;
আমার আজকের টিউনের বিষয়: Google Recaptcha Solve করে আয় করুন প্রতিদিন ১ থেকে ৫ ডলার

Captcha Entry কত প্রকার ও কি কি?

Captcha Entry বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রকার হয়ে থাকে তারমধ্যে প্রধাণত ৩ ্প্রকার যথা:
১) Numeric = এই ধরণের Captcha তে শুধুমাত্র সংখ্যা থাকে হাত দিয়ে টাইপ করতে হয়।
2. Alphabetic = এই ধরণের Captcha তে শুধুমাত্র অক্ষর থাকে হাত দিয়ে টাইপ করতে হয়।
3. AlphaNumeric = এই ধরণের Captcha তে সংখ্যা এবং অক্ষর থাকে হাত দিয়ে টাইপ করতে হয়।

Google এর প্রকাশিত Captcha Entry ২ প্রকার যথা:

১) Solvemedia = এই ধরণের Captcha তে সংখ্যা এবং অক্ষর থাকে হাত দিয়ে টাইপ করতে হয়।
2) Recaptcha = এই ধরণের Captcha তে শুধুমাত্র ছবি থাকে হাত দিয়ে টাইপ করতে হয় না। 3 টি ছবিতে ক্লিক করলেই সলভ হয়ে যায়।

Google Recaptcha কি?

প্রথমেই প্রশ্ন আসতে পারে Google Recaptcha কি। হয়তো সবাই জানেন তারপরও বলছি। Google Recaptcha হচ্ছে Google এর একটি ফ্রী সিকিউরিটি সার্ভিস যেটা কোন ওয়েবসাইটকে স্পেম অথবা অপব্যবহার থেকে রক্ষা করে। এটা খুব সহজেই চিনতে পারে ভিজিটরটি মানুষ নাকি বুট। কোন বুটের পক্ষে এই সিকিউরিটি অতিক্রম করা সহজ নয়। তাই ওয়েবসাইটটি থাকে নিরাপদ।

Google Recaptcha দেখতে কেমন?

এমন একজনও নেই যিনি Google Recaptcha দেখেন নি। আর অন্যকোথাও না হলেও আমাদের প্রাণ প্রিয় টেকটিউনসে প্রবেশ বা লগইন করার সময় অবশ্যই দেখেছেন। “আমি রোবট নই” এটাই হচ্ছে Google Recaptcha

Google Recaptcha থেকে কিভাবে আয় করা যায়?

“আমি রোবট নই” এর সামনের বক্সে মাউস দিয়ে ক্লিক করলে অনেক সময় টিক চিহ্ন চলে আসে আবার অনেক সময় অনেকগুলো ছবি আসে। সেই ছবিগুলোতে সঠিকভাকে ক্লিক করে ভেরিফাই করলেই তারপর টিক চিহ্ন আসে এবং আমরা লগইন করতে পারি। এই রকম ছবি ক্লিক করে ভেরিফাই করেই আমরা প্রতিদিন 1 থেকে ৫ ডলার আয় করতে পারি।


আমরা কাজ করবো কোথায় এবং কে আমাদের পেমেন্ট দিবে?

এবার আসুন আসল কথায় যে আমরা কাজ করবো কোথায় আর আমাদের পেমেন্ট দিবে কে। এই কাজটা দেখে কি মনেহয়? এটাও এক ধরনের Captcha Entry কাজ। এবং যারা Captcha Entry কাজ দেয় তারাই ReCaptcha Entry কাজ দেয়। কিন্তু আমি শুধুমাত্র একটি কোম্পানিকে  ReCaptcha Entry কাজ দিতে দেখেছি। রাশিয়ান কোম্পানি  Mega index Incorporation. তাদের ডেটা এন্ট্রি এবং ক্যাপচা এন্ট্রি কাজের অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। আর আমি গত ১ বছর ধরে ওদের একটি ওয়েবসাইটে কাজ করতেছি সেটার নাম হলো 2captcha
সম্প্রতি 2captcha আমাদেরকে একটি সফটওয়্যার দিয়েছে ফ্রীতে এবং সেই সফটওয়্যারে Google Recaptcha Entry কাজ দিয়েছে। যা দিয়ে আগের থেকে 4গুন বেশি ইনকাম করা যাচ্ছে। আর সেই জন্যই আমার এই টিউনটি লিখা। যেহেতু আমি বেশি আয় করতে পারছি তাই সবাইকে সেই সুযোগটা দিতে চাই।

প্রতিটি Captcha Solve কত করে মানে  Captcha Rate কত?

শুধুমাত্র Google Recaptcha এর প্রতিটি Captcha Solve করলে আপনি পাবেন 0.001$
0.001$ এর থেকে কমও না বেশিও না। এই রুপে 1 হাজার Solve করলে আপনার আয় হবে 1$ বাংলাদেশী টাকায় ৮০ টাকা।
আপনি যদি ভালো সময় দিতে পারেন। এবং দ্রুত Solve করতে পারেন তবে দিনে ১ থেকে ৫ ডলার খুব সহজেই আয় করতে পারবেন।

মিনিমাম কত হলে পেমেন্ট পাওয়া যায়?

মিনিমাম ১ ডলার হলেই আপনি পেমেন্ট নিতে পারবেন। পেমেন্ট পেতে কারো কাছে যেতে হবেনা। সরাসরি ওই সাইটে গিয়ে Withdraw দিবেন 1 থেকে 5 মিনিজের মধ্যে আপনার পেমেন্ট পেয়ে যাবেন। এরা Payza, Perfect Money, Bitcoin এ পেমেন্ট করে।
আমার একটি পেমেন্ট প্রুফ দেখুন আমি এই পর্যন্ত অনেকবার পেমেন্ট পেয়েছি।


কাজ করতে কি কি লাগবে?

১) একটি ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার: Android মোবাইল দিয়েও করা যায় কিন্তু অনেক সময় ব্যয় হয়। কম্পিউটার না থাকালে চেষ্টা করতে পারেন
২) ভালো নেট স্পিড: নেট স্পিড বেশি থাকলে Captcha দ্রুত আসে
৩) 2captcha একাউন্ট এখান থেকে রেজিস্টার করুন।
৪)  Letest Microsoft .net framework  এখান থেকে ডাউনলোড দিন
(এটা ইনস্টল না দিলে সফটওয়্যারটা  ইনস্টল হবেনা।)
৫) 2captcha Only Recaptcha Typing Software
Windows 7, 8, 10 এর জন্য এখান থেকে ডাউনলোড করুন।
Windows XP, Vista এর জন্য এখান থেকে ডাউনলোড করুন।
Android Software শিগ্রই আসবে আপাতত মোবাইল Cabinet থেকে কাজ করতে পারবেন
রেজিষ্টারের পরে মোবাইল কেবিনেট এখান থেকে কাজ করতে পারবেন।
৬) যেকোন একটি Payment Method একাউন্ট: (Payza, Perfect Money,  Bitcoin) এখান থেকে যে কোন একটি দিয়ে টাকা তুলতে পারবেন Payza সবথেকে ভালো Payza একাউন্ট না থাকলে এখান থেকে খুলে নিন।
৭) অত:পর ধৈর্য থাকতে হবে প্রথম প্রথম Captcha Solve করতে অসুবিধা হলেও প্রেকটিস করলে সব ঠিক হয়ে যাবে। ভালো আয় করতে হলে্ ধৈর্য
থাকতে হবে। আর এটা কোন পিটিসি বা ইনভেস্ট সাইট নয় যে হারিয়ে যাবে। লাইফ টাইম ইনকাম করতে পারবেন এটা থেকে।

কিভাবে কাজ করবেন এবং কিভাবে সঠিক Recaptcha Solve করবেন?

আসলে কাজ খুবই সহজ। আপনি প্রথমে উপরের সকল কাজ করবেন। মানে ১ থেকে ৫ পর্যন্ত সবকিছু রেডি থাকলে এবার আপনি কাজের জন্য প্রস্তুত।
১) সফটওয়্যারটি ওপেন করুন।
২) ক্যাপচার মধ্যে যেই স্থানে বা যাহাতে ক্লিক করতে বলে সেখানে ক্লিক করুন।
৩) Verify করুন। ব্যস কাজ শেষ
কিন্তু তারপরও বিভিন্ন ধরনের ক্যাপচা আসতে পারে যেই গুলো করতে হিমশিমে খেতে পারেন তাই আমি ছোট একটি ভিডিও টিউটরিয়াল বানিয়েছি।
ভিডিওটিতে থাকছে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু ভিডিওটি দেখতে আর চিন্তু করতে হবেনা। খুব সহজেই সকল কাজ করতে পারবেন।
ভিডিওটি দেখুন এখানে
https://www.youtube.com/watch?v=Ai8B7qYGGWY
ভিডিওটি দেখলে সবকিছু পরিক্ষারভাবে বুঝতে পারবেন।

Friday, December 25, 2015

ePay সাইটের মাধ্যমে সহজেই অধিক পরিমানে Bitcoin আয় করার উপায়



আপনাদের সবাইকে সালাম জানিয়ে শুরু করছি Bitcoin আয় নিয়ে ব্লগের দ্বিতৃীয় পর্ব ।

প্রথমে আপনাকে     এই সাইটে প্রবশে করে একটি একাউন্ট  করতে হবে। লিংকটি কপি করে সংরক্ষণ করে রাখুন । পরবর্তিতে সাইটটিতে প্রবেশ করার সময় লাগবে ।  
নিন্মের দেওয়া ছবি অনুসরন করে একাউন্ট তৈরি করুন ।
তারপর নিচের ছবির ঘরগুলো পূরণ করে একাউন্ট তৈরি সম্পূর্ণ করুন।
একাউন্ট তৈরি হলে Login করে আপনার একাউন্টে প্রবেশ করুন । এরপর Bitcoin আয় করার জন্য Dashboard এর নিচে দেওয়া Free BTC তে ক্লিক করুন ।

ePay তে একাউন্ট করার উদ্দেশ্য হলো আপনি নিচের সাইটগুলো হতে যে পরিমান Bitcoin আয় করবেন তা ePay একাউন্টে Instant জমা হবে এবং এই একাউন্ট থেকে প্রতি সপ্তাহে আপনার Coinbase একাউন্টে প্রেমেন্ট করে দিবে এতে কোন সন্দেহ নাই
এখন নিন্মের সাইটগুলোতে প্রবেশ করুন আর Bitcoin address এর ঘরে আপনার Coinbase একাউন্ট থেকে পাওয়া Bitcoin address বসিয়ে একটা ক্যাপচা পূরণ করে ক্লিক করুন। তাহলেই কাজ শেষ। এখানে প্রত্যেকটা সাইট সম্পূর্ণ আলাদা এবং এই সাইটগুলোতে Login বা Log out করার কোন ঝামেলা নেই বা প্রয়োজন নাই । নিন্মে দুইটি নমুনা টিউটোরিয়াল দেওয়া হলো ।



















আর কোন সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করুন ।

Saturday, June 6, 2015

খুব সহজেই বিট কয়েন সাইটে আয় করুন এবং উক্ত অর্থ বিট কয়েন ক্যাশ/উইথড্র করুন বাংলাদেশের যে কোন অনলাইন ব্যাংকে!!

কয়েনবেইজ সাইট হতে গেটওয়ে পেমেন্ট পাওয়ার জন্য বেশ কয়েকটি সাইট রয়েছে যেমন: Alfa cashier, goldux, coin Trans root ইত্যাদি।  তার মধ্যে হইতে এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব ও কৌশল শেখাব যার মাধ্যমে খুব সহজে বিটকয়েন উইথড্র(ক্যাশ) করতে পারবেন বাংলাদেশের যেকোন অনলাইন ব্যাংকে। যেমন- Islami bank ltd, DBBL, UCBL, FISB, AB Bank, Prime Bank, Jamuna, Trsut Bank সহ ইত্যাদি সকল অনলাইন ব্যাংক (শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশেও এই পদ্ধতি কাজ করবে)।

নির্দেশিকা:

অনেকেই বিটকয়েন ক্যাশ করার জন্য বিভিন্ন ওয়েবসাইটে (BTC-e, Localbitcoin etc.) রেজিস্ট্রেশন করে সময় নষ্ট করেন। এতে টাকা পাওয়া সাবার জন্য সহজ হয়না অথবা অনেক দেরি হয়। তাই  আপনাদের জন্য নতুন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানাব।

টাকা Cash Out/Withdraw করার পদ্ধতিঃ


Step: 1 (Pay Account)
বাংলাদেশের যেকোন অনলাইন ব্যাংকে টাকা ট্রান্সফারের জন্য আপনার অবশ্যই একটি Payza একাউন্ট থাকতে হবে। কারন বাংলাদেশের যেকোন অনলাইন ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য এটিই সবচেয়ে বেশি ব্যাবহার করা নির্ভরযোগ্য একটি সাইট। পেইজা একাউন্ট ওপেন করা তেমন কষ্টের নই। তাছাড়া টিটিতে পেইজা নিয়ে প্রায় শ'খানেক টিউন আছে!
যাদের Payza একাউন্ট নেই তারা এই লিংকে এ গিয়ে Sign up এ ক্লিক করে আপনার সঠিক তথ্য দিয়ে একটি একাউন্ট খুলুন। অর্থাৎ আপনার সঠিক নাম, ঠিকানা,ইমেইল, লোকেশন ইত্যাদি তথ্য সঠিক ভাবে দেবেন। প্রাথামিক অপশনে Personal নির্বাচন করতে পারেন।
(বি:দ্র- যদি পূর্বে একাউন্ট ওপেন করা থাকে তাহলে সমস্যা নাই, এটি দ্বারাই কাজ করা যাবে)

Step:2 (Exchange E-Currency:)

কয়েনবেইজ সাইট হতে টাকা বাংলাদেশে ক্যাশ করতে তথারুপ পেইজাতে আনতে হলে এই লিংকে ক্লিক করে আপনার সঠিক তথ্য দিয়ে একটি একাউন্ট খুলুন। এটি অনলাইনে কারেন্সি এক্সচেঞ্জ করার নির্ভরযোগ্য একটি মাধ্যম। মূলত এই সাইটের মাধ্যমে আপনার বিটকয়েন ডলারে পরিনত হয়ে Payza একাউন্টে যাবে।
রেজিস্ট্রেশন করতে বাম পাশে +Sign up লেখাতে ক্লিক করুন।নিচের চিত্রের মতএকটি পেজ আসবে।এখানে সব তথ্য দিয়ে পুনরায় Sign up লেখাতে ক্লিক করুন।

তারপর আপনার ইমেইল ইনবক্সে একটি ভেরিফিকেশন মেসেজ আসবে। এখান থেকে একাউন্ট ভেরিফাই করে নিন। এবং সাইটে লগ ইন করুন।

এরপর (1) Buy & Sell E-Currency তে ক্লিক করুন। তারপর (2)Select from =Bitcoin এবং Select to =Payza USD নির্ধারণ করে দিন। তারপর আপনার বিটকয়েন পরিমান (minimam 0.1 BTC) লিখে (3) Send/Next বাটনে ক্লিক করুন।
বি.দ্রঃ আপনার coinbase একাউন্টেযেপরিমান BTC জমা হয়েছে তা উপরের দেখানো বিটকয়েন পরিমানে লিখবেন।কমবেশি করবেন না।
তারপর নিচের মত একটি পেজ আসবে। এখানে আপনার Payza একাউন্টে যে ইমেইল এড্রেস দিয়ে সাইন আপ করেছেন সে ইমেইল আইডি লিখে Send বাটনে ক্লিক করুন।

নিচের চিত্রের মত দেখাবে-


এখানে আপনাকে একটি বিটকয়েন এড্রেস দেয়া হবে। এটি কপি করে রাখুন, একটু পর কাজে লাগবে।

Step: 4 : Send Money:

এখন আপনার Coinbase একাউন্টে লগইন করুন। তারপর My Wallet=>Send Money তে ক্লিক করুন।
নিচের মত একটি পেজ দেখাবে। এখানে To: তে কিছুক্ষন আগে যে বিটকয়েন এড্রেস পেয়েছেন তা Paste করুন। Amount এ আপনার বিটকয়েনের পরিমান (যা GOLDUX সাইটে লিখেছিলেন) লিখে Send Moneyতে ক্লিক করুন। এখানে সার্ভিস চার্জ হিসাবে আপনার একাউন্ট থেকে কয়েনবেসে 0.002BTC কেটে রাখা হবে। তাই হিসাব করে Amount লিখুন।

আপনাকে Confirmation মেসেজ জানানো হবে।
আপাতত আপনার কাজ শেষ। অপেক্ষা করুন এবং চেক করে দেখুন আপনার Payza একাউন্টে টাকা জমা হয়েছে কিনা।  বেশিক্ষণ লাগার কথা নয়, মিনিমাম ৩০ মিনিট হতে সর্বোচ্চ ৬ ঘন্টা লাগতে পারে।

উক্ত কাজের প্রমান (বিট কয়েন পেইজা একাউন্টে যোগ হওয়া):

আসলে আমি অদ্য টিউন অনুযায়ী পরীক্ষাটি পূর্বে বেশ কয়েকবার করেছিলাম। তবুও কনফার্ম হবার জন্য টিউন প্রকাশের পূর্বে পরীক্ষা করেই তবে পাবলিশ করেছি। বিট কয়েন পেইজা একাউন্টে সফল ভাবে যোগ হলেই আপনার মেইলে একটি নিশ্চিতকরন বার্তা পাবেন। যেমনটি আজকে আমি পেয়েছি।

ক।


খ।


সুতরাং বুঝতেই পারছেন, আপনার Payza তে ডলার জমা হবে তখনি আপনি বাংলাদেশের যেকোন অনলাইন ব্যাংকের মাধ্যমে টাকা তুলতে পারবেন।

Step-5: Payza ক্যাশআউট পদ্ধতিঃ

এবার আপনার Payza একাউন্টে লগইন করে Withdraw Funds এ ক্লিক করে Bank Transfer সিলেক্ট করুন।

এভাবে পরের/৩য় ধাপে একাউন্ট সেটআপ সম্পন্ন করুন। তারপর আবার Withdraw Funds এ গিয়ে আপনার ব্যাংক ট্রান্সফার সম্পন্ন করুন। Account processing হতে কিছু সময় লাগবে।কিছুদিনের মধ্যে আপনার ব্যাংক একাউন্টে টাকা জমা হয়ে যাবে। এভাবেই আপনি আপনার বিটকয়েন হতে টাকা আয় করতে পারবেন।

জ্ঞাতব্য বিষয়:

১। এই ক্ষেত্রে অবশ্যই পেইজা সহ goldux এর একাউন্ট ভেরিফাইড হতে হবে। ভেরিফাইড করার জন্য আপনার জাতীয় পরিচয় পত্র, ব্যাংক একাউন্ট স্টেটমেন্ট/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স  কিংবা ইউটিলিটি বিলের কপি থাকতে হবে।
২। সুতরাং সেইগুলো যথাযথ থাকলে আপনাকে তা সাবমিট করতে হবে। সাবমিট করার প্রায় ১০ দিনের মাথায় আপনাকে জানিয়ে দেওয়া হবে একাউন্ট ভেরিফাইড হয়েছে কিনা!
৩। জাতীয় পরিচয় পত্র, ব্যাংক একাউন্ট স্টেটমেন্ট এর নামের সাথে উক্ত একাউন্টগুলো ওপেন করার সময় নামের বানান ঠিক রাখতে হবে।
৪। একাউন্ট ভেরিফাইড না থাকলে আপনার যাবতীয় লেনদেনগুলো পেন্ডিং অবস্থাতে শো করবে।
 smiling (2)সুতরাং যতটুকু নেটে সময় পান সেই অবস্থাতে কোন কাজ না জেনে ফ্রি বিয়কয়েন আয় করতে পারেন। আর প্লিজ প্লিজ মিনিমাম ০.৫ BTC- ১.০ BTC না হওয়া পর্যন্ত টাকা তোলার কথা চিন্তা করবেন না। তাহলে তেমন লাভ পাবেননা। একটু সময় নিয়ে নিয়মিত কাজ করুন। দেখবেন একদিন ঠিকই সফলতা পাবেন!! আর হ্যা বিট কয়েন আয়কে কখনোই টাকা বানানোর মেশিন বলে মনে করবেন না। কারন, পরিশ্রম ব্যতিত কোন আয় অর্জন করা সম্ভব নই। অনলাইনে বেশী পরিমানে অর্থ উপার্জনের ধান্দা থাকলে অবশ্যই  ব্লগিং কিংবা ফ্রিল্যান্সিং সাইটে কাজ শিখবার চেষ্টা করুন।

বিট কয়েন ইনকাম করুন,কাজ করার নিয়ম, বিটকয়েন দিয়ে recharge করুন (Bitcoin আয়ের A-Z)

****বিসমিল্লাহির রাহমানির রহিম*****
সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আশা করি , আল্লাহর  রহমতে  সবাই ভলো আছেন। আপনাদের দোয়ায়  আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি।

প্রথমে জেনে নিই বিট কয়েন কি?

বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে বা মোবাইলে । বিটকয়েনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে একটি উন্মুক্ত সোর্স সফটওয়্যারের মাধ্যমে অথবা কোন ওয়েব সাইটের মাধ্যমে ।
বর্তমানে ১টি বিটকয়েনের মূল্য প্রায় ২২৪.৭৫ ডলার, প্রায় ৩ মাস পূর্বে ছিল ৪৭৫.৩৫ ডলার । অনেকটা শেয়ার বাজারের মতই এর দাম উঠানামা করে, যাহা অনেকেই প্রতিনিয়ত আপডেট দেখে বুঝতে পেরেছেন।

অর্থাৎ বর্তমানে 1 Bit coin = $২২৫!!!

বিট কয়েন এর উপযোগীতা:

১। বিট কয়েন পদ্ধতি অনেকটা নতুন বিষয়। এটাও এক ধরনের পেইজা, পেপাল, মানি বুকার্স এর মত বিট কয়েন লেনদেন পদ্ধতি বা গেট ওয়ে। বর্তমানে পৃথিবীর অনেক দেশেই বিভিন্ন গেটওয়ে পেমেন্ট প্রসেস হিসাবে অনেক সাইটে বিট কয়েন পদ্ধতি যুক্ত করা হয়েছে। ইউরোপ, অআমেরিকা উন্নত দেশেই অল্প সময়েই বিট কয়েন পদ্ধতি জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। খুব বেশী একটা সময় হয়ত নাই, যেখানে সমগ্র দেশে বিট কয়েন্ট পদ্ধতি চালু হয়ে যাবে। সম্প্রতি বাংলাদেশে অনেকেই বিট কয়েন আয় করছেন।
৩। এর মাধ্যমে যে কোন জায়গাতে পেমেন্ট পরিশোধ, বিল প্রদান, বেতন-বোনাস দেওয়া যাবে। তাছাড়া বিট কয়েন মোবাইলে, ব্যাংক একাউন্ট কিংবা অন্য মাস্টার কার্ডে ট্রান্সপার করতে পারবেন।
৪। অন্য কোন শেয়ার মার্কেট কিংবা বিট কয়েন মার্কেটে এটা বিক্রয় করতে পারবেন।

বিট কয়েন একাউন্টঃ

আপনাকে প্রথমে একটি বিটকয়েন অ্যাড্রেস তৈরি করা লাগবে । এই অ্যাড্রেস সাধারনত ৩৪ Character -এর হয় । এই কারনেই এটা এতো বেশি সিকিউর । এটা মূলত বিট কয়েন গেটওয়ে পেমেন্ট প্রসেস বলা হয়ে থাকে। অর্থাত আপনি যে কোন সাইট হতে বিট কয়েন আয় করুন না কেন, এখানে সমস্ত বিট কয়েন আয় যুক্ত হয়ে যাবে। পরবর্তীতে এখান হতে সুবিধামত উইথ ড্র করতে পারবেন।

কিভাবে একাউন্ট তৈরি করবেন:

একাউন্ট তৈরি/ওপেন করা খুব সহজ। প্রথমত আমার এই পোস্ট ভালভাবে পড়ে নিন। অতপর পোস্টের টিউটোরিয়াল অনুসরন করে বাকি কাজ করলেই হবে।

১। প্রথমে এইলিঙ্কে যান > এরপর নিচের মত একটা পেজ আসবে

২। এখানে Name অংশে আপনার নামের ১ম এবং শেষ অংশ দিন> Email  এর বক্সে আপনার মেইল অ্যাড্রেস এবং> Password  এর বক্সে আপনার পাসওয়ার্ড লিখুন> এবার সবশেষে টিক মার্ক দিয়ে Create Bit coin Wallet  লিঙ্কে ক্লিক করুন।
৩। এরপর আপনাকে ইমেইল অ্যাড্রেস ভেরিফাই করেত বলবে। আপনার ইমেইল অ্যাড্রেসে যান এবং VERIFY MY EMAIL ADDRESS-এ ক্লিক করুন। নতুন কোন উইন্ডো ওপেন হলে ক্লোজ করে দিন। অতপর এই সাইটে পূনরায় প্রবেশ করে  লগইন করুন আপনার ইমেইল ও পাসওয়ার্ড দ্বারা ( রেজি: করার সময়ে যাহা ব্যবহার করেছিলেন)। যদি লগইন করতে পারেন তাহলে বুঝবেন সঠিকভাবে একাউন্টটি ক্রিয়েট করতে পেরেছেন।

(লগইন করলে নিচের মত একটা পেজ আসবে )

৪। এখান থেকে Setting  থেকে Bit coin Addresses এর উপরে ক্লিক করলে নিচের মত একটা পেজ আসবে। এরপর Create New Address করে কিছুক্ষণ অপেক্ষা করুন। নিচের মত একটা অ্যাড্রেস তৈরি হবে। এটাকে সেভ করে অথবা কপি করে রাখুন নোটপ্যাডে, পরে কাজে লাগবে মূলত বিট কয়েন সাইট হতে আয় এবং প্রতিবার লগইন করার জন্য।
৫। চাইলে একাউন্টটি আপনি ভ্যারিফাইড করে নিতে পারেন মোবাইল নং দ্বারা। এই জন্য একাউন্ট লগইন করে Verify a Phone অপশনে ক্লিক করুন। একটি বার্তা আপনার মোবাইলে যাবে। সেখানের প্রেরিত কোডটি এখানে ইনপুট করে দিলেই হবে। এই ক্ষেত্রে কয়েন-বেজ একাউন্টের নিরাপত্তা থাকবে। অবশ্য ব্যাংক একাউন্ট ভেরিফাইড কিংবা যুক্ত করার অপশন আসবে, আপাতত এটি করার প্রয়োজন নাই।

বিট কয়েন আয়ঃ


এই সাইট থেকে আয় করার পদ্ধতি মোটামুটি এটিই। খুবই সহজ । ঠিক একই রকম অনেক সাইট রয়েছে । ঐ গুলার কাজ এই সাইট এর মতোই । আমি বেছে বেছে ঐ সাইট গুলার লিঙ্ক দিবো যে সাইট গুলা থেকে আমি পেমেন্ট পাইছি । 

S/L No Bitcoin sites Info Min Reward Time ref % Ready?
1 faucet.pinktussy FaucetBox ~ 500+ Satoshis 30min. 25% Visit
2 btc-goldmine FaucetBox ~ 7200 Satoshis 1 hour 25% Visit
3 big-coin.eu FaucetBox ~ 1000+ Satoshis 1 hour 10% Visit
4 botva FaucetBox ~ 300 Satoshis 1 hour 15% Visit
5 btcf.doge-coins.ru FaucetBox ~ 1000+ Satoshis 1414 min 10% Visit
6 dancefaucet direct ~ 1600+Satoshis 4 hour 25% Visit
7 bad-boys-bit FaucetBox ~ 600+ Satoshis 10 min. 10% Visit
8 Btcfaucet.club FaucetBox ~ 812+ Satoshis 5 hour 50% Visit
9 Weekend.. direct ~ 1000 Satoshis 1 hour 25% Visit
10 bitcoinaliens direct ~ 250+ Satoshis 5 min. 25% Visit
11 C-free FaucetBox ~ 580+ Satoshis 6 hour 50% Visit
12 Fastbitcoin FaucetBox ~ 400+ Satoshis 1 hour 10% Visit
13 CoinAd Direct ~ 400+ Satoshis Ad Viewing 10-20% Visit
14 satoshicity Direct ~ 300+ Satoshis 10 min. 50% Visit
15 Landofbit.. FaucetBox ~ 200+ Satoshis 1 hour 100% Visit
16 Bitheaven FaucetBox ~ 300+ Satoshis 30 min. 25% Visit
17 Faucetcloud FaucetBox ~ 100+ Satoshis 1 hour 40% Visit
18 free-coin FaucetBox ~ 200+ Satoshis 10 min. 25% Visit
19 Fieldbitcoin direct Xapo ~ 200 Satoshis 30 min. 50% Visit
20 Techdive FaucetBox ~ 250+ Satoshis 30 min. 25% Visit
21 Foxfaucet direct ~ 250+ Satoshis 10 min. 20% Visit
22 Moneyinpjs FaucetBox ~ 200 Satoshis 1 hour 100% Visit
23 Scratch4Satoshis FaucetBox ~ 600 Satoshis 1 hour 50% Visit
24 Destinybtc FaucetBox ~ 375+ Satoshis 1 hour 40% Visit
25 Tastybtc FaucetBox ~ 400+ Satoshis 1 hour 50% Visit
26 BTCdrips Microwallet FaucetBox ~ 405+ Satoshis 2 hours 25% Visit
27 Kondor-Fau.. FaucetBox ~ 555+ Satoshis 4 hours 20% Visit
28 Wonderlan.. direct ~ 200+ Satoshis 30 min. 35% Visit
29 Ubit direct ~ 400+ Satoshis 1 hour 20% Visit
30 GetBTC FaucetBox ~ 200+ Satoshis 30 min. 40% Visit
31 Free-bitcoin.cl.. FaucetBox 600+ Satoshis 2 hours 20% Visit
32 Bitcoinfaucet... FaucetBox ~ 250+ Satoshis 2 hours 20% Visit
33 Poogies... FaucetBox ~ 350+ Satoshis 3 hours 25% Visit
34 XPbitcoin direct Xapo ~ 400+ Satoshis 1 hour 20% Visit
35 Freebetco FaucetBox ~ 501+ Satoshis 1 hour 15% Visit
36 InFaucet Microwallet FaucetBox ~ 250+ Satoshis 1 hour 25% Visit
37 Zebra direct Xapo ~ 100+ Satoshis 1 hour 50-60% Visit
38 Freebitco direct ~ 600+ Satoshis 1 hour 50% Visit
39 Icebitco FaucetBox Paytoshi ~ 200+ Satoshis 1 hour 25% Visit
40 Bitcoinspace direct ~ 500+ Satoshis 1 hour 15% Visit
41 Cryptorials FaucetBox ~ 505 Satoshis 1 hour 15% Visit
42 Neobitcoin FaucetBox ~ 300+ Satoshis 30 min. 20% Visit
43 Qoinfaucet Microwallet FaucetBox ~ 250+ Satoshis 1 hour 25% Visit
44 Moonbit direct Xapo ~ 200 Satoshis 30 min. 50% Visit
45 Bitcoinker Microwallet FaucetBox Xapo ~ 200 Satoshis 15 min. 25% Visit
46 Bitcoinnew... FaucetBox ~ 555+ Satoshis 2 hours 15% Visit
47 Bithell FaucetBox ~ 300+ Satoshis 30 min. 25% Visit
48 Mega-fau.. FaucetBox ~ 300+ Satoshis 2 hours 25% Visit
49 GreenBitco FaucetBox ~ 200+ Satoshis 15 min. 50% Visit
50 botva FaucetBox ~ 1000+ Satoshis 1 hour 15% Visit
51 Pinktussy FaucetBox ~ 325+ Satoshis 30 min. 25% Visit
52 Happyputin FaucetBox ~ 375+ Satoshis 1 hour 20% Visit
53 Bitcoinsbest FaucetBox ~ 100+ Satoshis 1 hour 100% Visit
54 Kranbitcoin FaucetBox ~ 200+ Satoshis 1 hour 15% Visit
55 Printmoney FaucetBox ~ 300 Satoshis 1 hour 15% Visit
56 BitcoinAliens direct ~ 100+ Satoshis 15 min. 25% Visit
57 Captchas.. FaucetBox ~ 101+ Satoshis 1 hour 25% Visit
নিয়মাবলী:
প্রথম তো বিট কয়েন গেটওয়ে একাউন্ট তৈরি করলেন অনেকটা পেইজার মত। এবার তো আয় করতে হবে। আসলে বিট কয়েন নিয়ে আয় করার অনেক সাইট দেখেছি। কোনটিই আমার তেমন পচ্ছন্দ হয়নি। যে কয়টি সাইট দেখেছি অনেকটাই স্ক্যাম। অর্থাত বিট কয়েন নাম দিয়ে ব্যবসার ফায়দা লুটছে। তাছাড়া নিজে পর্যবেক্ষনে অআছি। যদি তেমন ভাল সাইট পাই তাহলে পরবর্তী পোস্টে জানাব। তবুও মন খারাপের কোন কারন নাই। ফ্রিভাবে বিট কয়েন পাবার জন্য আপনাদের এমন একটি সাইটের লিংক দিব যেখানে প্রতি ঘন্টাতে বিট কয়েন পাবেন কোন রকম কাজ ছাড়াই!!

১। প্রথমে এইলিঙ্কে যান

নিচের মত একটা পেজ আসবে । উক্ত কাজ গুলো করুন তথারুপ:
Your Bitcoin Address – এ কিছুক্ষণ আগে যে বিটকয়েন অ্যাড্রেস তৈরি করলেন সেটা দিন ।
Password For Your Account – এখানে আপনার পাসওয়ার্ড দিন ।
Repeat Password – এখানে পুনরায় একই পাসওয়ার্ড দিন ।
Your Email – এখানে আপনার ইমেইল দিন ।

ব্যাস এরপর Sign upবাটনে ক্লিক করুন । আপনার একাউন্ট হয়ে গেছে । ইমেইল ভেরিফাই করা লাগবে না ।

অতপর বিট কয়েন সাইটে প্রবেশ করুন > Have Account ক্লিক করুন> এখানে কয়েনবেজ একাউন্টের ঠিকানা এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন। ( কয়েনবেজ একাউন্টের ঠিকানা হচ্ছে- আপনি কয়েন বেইজ সাইটে রেজি: করার পর ৩৬ ওয়ার্ডের এলোমেলো যে লিংক পেয়েছিলেন সেটিকে বুঝাচ্ছি)
২। এরপর ও পরের চিত্রে ২নং চিহ্নিত অংশের ঘরগুলো পুরন করুন এবং কেপচা দিয়ে LOGIN বাটনে ক্লিককরুন। এরপর নিচের মত পেজ আসবে। এরপর ১নং চিহ্নিত অংশের কেপচা দেখে ২নংচিহ্নিত বক্স পূরণ করে ROLL!(3) এ-ক্লিক করুন।
৩। এরপর যদি নিচের চিত্রের মত টাইমার(2) উঠা শুরু করে তাহলে আপনি Success ।আরযদি Invalid Code লেখা আসে তাহলে আবার TRY করুন হয়ে যাবে।এভাবে প্রতি ঘণ্টায় আপনি বিটকয়েন আর্ন করতে পারবেন। আবার ১ ঘন্টা পর আসুন এবং কেপচা পূরণ করে  ROLL-এ ক্লিক করুন। দেখবেন একাউন্টে বিট কয়েন যোগ হয়েছে। এভাবে ১ঘণ্টা পরপর ওয়েবসাইটে যান এবং আর্ন করতে থাকুন। নিচের চিত্রে দেখুন ৩নংচিহ্নিত অংশে আমার আর্ন দেখাচ্ছে।

পেমেন্টঃ

এবার আসি পেমেন্টের কথায় । এটা  ১০০% পে করে কারন একাউন্ট করার ১ বছরের মধ্যে প্রায় ১০০ বারের বেশী পে পেয়েছি । তাছাড়া আমার বন্ধুরা অনেকেই এটির সাথে সম্পর্কিত। তাদের অনেকেই প্রায় ১০-১৫ বারের বেশী পেমেন্ট পেয়েছে।
এরা প্রতি সোমবার পে করে । আপনার একাউন্ট Balance যদি 0.00005460 বিটকয়েনের বেশি হয় তাহলে সেটা অটোমেটিকভাবে সোমবারে আপনার একাউন্টে চলে যাবে । আপনার কিছু করতে হবে না ।
যেমন এই পোস্টটি করেছি আমি নিজে পরীক্ষা করে।  যেহেতু ফ্রিল্যান্স ও ব্লগ করার জন্য আমাকে মাঝেমধ্যে নেটে ১০-১৪ ঘন্টা থাকতে হয়। তাই এই সুযোগটা কাজে লাগাই। তেমন আপনিও লাগাতে পারেন। কেননা-
১। অন্য কোন পিটিসি সাইটের মত সময় নষ্ট হচ্ছে না। কিংবা ক্লিক করতে হচ্ছেনা। ফ্রিল্যান্স করার সাথে সাথেই উক্ত কাজটি করতে পারবেন। শুধুমাত্র প্রতি ঘন্টাতে ক্যাপচা পূরন করলেই হলো। অনেক ফ্রিল্যান্সার গণ বিট কয়েন হতেও আয় করছেন।
২। কোন কাজ না করলেও একাউন্ট ডিলেট কিংবা নষ্ট হবার ভয় নাই।
৩। যরা অল্প মেগাবাইট ব্যবহার করছেন। তারা প্রতি ঘন্টাতে এই সাইটে প্রবেশ করে কাজ শেষ হবার পর নেট কানেকশন বন্ধ করে দিন। অতপর পূনরায় একই কাজ করুন। মূল কথা সর্বদা নেট কানেকশন অযথা চালু করার প্রয়োজন নাই।
৪। এখনো যেহেতু ইউজার কম। সেহেতু এই সাইট বোধ হয় ফ্রিভাবে বিট কয়েন দিচ্ছে। পরবর্তীতে হয়ত কি হবে কে জানে! তাই মনে হয় সময় থাকতে বিট কয়েন অর্জন করতে সমস্যাটা কোথায়?
৫। এখানে কোন ইনভেস্ট, ডোনেট এমন কিছুর শর্ত নাই।

কিছু নির্দেশনা ও কাজের কথা:

১। আমি এই পোস্টে মূলত ২ টি লিংকের সাথে পরিচয় করিয়ে দিয়েছি তথারুপ এর ১ম টি হচ্ছে coinbase। এটি মূলত একটি পেমেন্ট গেটওয়ে। এখানে কোন বাড়তি আয় হয় বলে ভূল করবেন না।  কেননা, এই সাইট অনেকটা অন্য পেমেন্ট গেটওয়ের মত যেমন: payapal, Ego pay, Payza ইত্যাদির মত। অর্থাত এখানে নিদিষ্ট অর্থ থাকলে তা অন্যত্র ট্রান্সপার কিংবা উইথ ড্র করতে পারবেন।
২। এমনকি যে সব সাইট গুলো হতে বিট কয়েন আয় করবেন, সেখানের অর্থ গুলো এই  coinbase সাইটে- জমা হয়। coinbase সাইটটি আসল ও ইন্টারন্যাশনালভাবে স্বীকৃত।
৩। বিট কয়েন একাউন্টে Multiply BTC অপশনে কোনরুপ পরিবর্তন আনবেন না তাতে হিতে বিপরীত হতে পারে। যেমন আছে সেভাবেই কাজ করুন। অবশ্য রেফার অপশন দেখলে দোষ নাই।
৪। মূলত কয়েনবেজ হতে টাকা কিভাবে ক্যাশ করবেন তা অবশ্যই আমার পরবর্তী পোস্টে জানানো হবে, সেইজন্য অপেক্ষা করতে হবে। আপনাদের সুবিধার্তে কিভাবে কি কাজ করলে সহজে বাংলাদেশে টাকা তুলতে পারবেন তার নিয়ম জানাতেই একটু দেরি করছি। কারন বিভিন্ন উপায়ে/মাধ্যমে এই টাকা ক্যাশ করার সিস্টেম আছে। তার মধ্যে সবচেয়ে ভাল কোনটি তা আপনাদের জানানোই আমার একান্ত লক্ষ্য।
৫। কয়েন বেজে মিনিমাম ০.০১০০০০btc হলেই টাকা ট্রান্সফার করতে পারবেন। পরামর্শ হল: মিনিমান ০.৫০০০০btc না হওয়া পর্যন্ত ট্রান্সফার না করাই ভাল। কারন এখানে প্রতি ট্রান্সফারে ০.০০২০০০btc চার্জ কাটে। তাই যত বেশি জমাতে পারবেন তত লাভ। একটু সময় দিয়ে যদি ১.০ BTC ইনকাম করতে পারলে মন্দ কি!!
৬। কয়েনবেজ ব্যাংক একাউন্ট আপাতত ভেরিফাইড করা লাগবে না, শুধুমাত্র টাকা জমা থাকলেই হবে।
৭। freebitco সাইটটি পিওর সাইট। যারা Auto-Withdraw ENABLED করা আছে তাদের 0.00005460 হলেই কয়েনবেজ ওয়েলেটে অর্থ পৌঁছে যাবে। তাহলেই বুঝতে পারবেন সত্যিই বিট কয়েন অর্জন করেছেন। অতপর: উক্ত একাউন্টে উক্ত পেমেন্ট সার্ভিসটি Disable করে দিন। কারন এতে আপনার ফ্রি কয়েন আয় করার পরিমান(২২০-৪৫০) বেড়ে যাবে।
৮। সুতরাং যতটুকু সময়-সুযোগ পান, কয়েন সাইটে বিট কয়েন উপার্জন করে যান। অন্য পিটিসি সাইটের মত সময় তো লাগছেনা। যেখানে অনেকেই বিনা কারনে অনলাইন থাকতেন, সেখানে এখন হতে সামান্য কিছু বিট কয়েন আপনার যদি সৌভাগ্য আনয়ন করে তাতে তো লাভ আপনারই!!
৯। একের অধিক একাউন্ট ওপেন  না করাটাই শ্রেয়। কারন যে কোন সময় ব্যান হতে পারেন।

এই সাইট গুলা Freebitco.in সাইট এর মতই । কিছু কিছু সাইট এ সুধু বিটকয়েন আড্রেস দিয়েই কাজ করা যায় , অন্ন কিছু লাগে না । কয়েকটি সাইট ইন্সট্যান্ট পেমেন্ট করে Microwallet.org এ । Microwallet এ 5825 সাতসি হলে আপনি কয়েন  আপনার Coinbase আকাউন্ট পাঠাতে পারবেন । Microwallet.org এ কোন আকাউন্ট করা লাগে না সুধু বিটকয়েন আড্রেস লাগে ।

কিভাবে মোবাইলে রিচার্জ করে নিবেন চলুন দেখা যাক:

যেই সকল সিম এ রিচার্জ করতে পারবেনঃ

  • গ্রামীনফোন
  • এয়ারটেল
  • সিটিসেল
  • টেলিটক
  • রবি
  • বাংলালিংক
ও বলাই তো হলো না সর্বনিন্ম 0.0032 Bitcoin  মোবাইল এ রিচার্জ হবে
৫০টাকা
  • প্রথমে এইলিঙ্কে এ যাবেন
  • Country সিলেক্ট করবেন বাংলাদেশ
  • আর তা করতে না চাইলে সরাসরি এইলিঙ্কে এ যেয়ে সিম সিলেক্ট করেন।
  • তারপরে নিউ পেজে আপনার নাম্বার দিয়ে check করে নিন (অবশ্যই নাম্বারের শুরুতে 88 বা ৮৮ দিবেন)
এর পরে আপনার মেইল এড্রেস চাইবে
  • মেইল এড্রেস দিয়ে বাম পাশ থেকে এমাউন্ট সিলেক্ট করে পে উইথ বিটকয়েন দিন।
  • নেক্সট পেজে একটা বিটকয়েন এড্রেস দিবে এবং কতো পাঠাতে হবে সেটাও বলা থাকবে।
  • আর আপনি ঐ এড্রেস এ কয়েন পাঠানোর সাথে সাথেই রিসিভ করবে প্রত্যেক বার অর্ডার করলে নতুন এড্রেস ও টাইম বেধে দাওয়া হয় ১৪মিনিট।
  • ওই টাইমের মধ্যে সেন্ড করতে হবে।
কয়েন পাঠানোর আগে অবশ্যই আপনার নাম্বার রিচেক করে নিবেন
ওরা কয়েন সাথে সাথে রিসিভ করে করলে এইটা দেখাবে
আপনার মেইল এ একটা মেইল যাবে। তারপর টাকাপাঠানোর সময় আরেকটা মেইল যাবে।আর মোবাইল এও কনফার্ম মেসেজ যাবে।
আমার প্রথমবার ২ মিনিট এর মধ্যে আসছে পরের টা 1মিনিট লাগছে।
আসা করি আপনাদের সবার কষ্টার্জিত টাকা হাতে পাবেন হাতে না পেলেও মোবাইল এ পাবেন । মেইল এড্রেস আর নাম্বার যেনো ভুল না হয়।
কোন প্রশ্ন থাকলে কমেন্ট অপশন তো আছেই